এ্যাডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়ার ১লা জানুয়ারী জন্মদিন
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০১৮ ইং, ৩:৫০ অপরাহ্ণ | সংবাদটি ২২৩৭ বার পঠিত
শিপন আহমদ::এ্যাডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়া। তিনি একজন খ্যাতিমান আইনজীবী। আইনজীবী হিসাবে তালিকা ভুক্তির শুরু থেকে অসংখ্য মামলা পরিচালনা করেন এই আইনজীবী। কাজ করেছেন অনেক অস্বচ্ছল হত দরিদ্র বিচার প্রার্থীর জন্য। ২০১০ সালের অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ্ রেজিষ্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ না পাওয়ায় এ্যাডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়ার মাধ্যমে মহামান্য হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন উক্ত চাকুরি প্রার্থীরা। প্যানেল শিক্ষকদের মামলা চলাকালীন সময়ে মামলা পরিচালনা করেন পুল শিক্ষকদের পক্ষেও। উক্ত রায়ের মাধ্যমে প্রায় ৩২ হাজার প্যানেল শিক্ষককের নিয়োগ করে চাকরি করছে একই সাথে নিয়োগ পায় প্রায় ১৫০০০ (পনের) হাজার পুল শিক্ষক ইতিমধ্যে কমিউনিটি ক্লিনিকে কর্মরত ১৩০০০ (তের) হাজার সিএইচ.সি.পি দের পক্ষে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য মামলা করে রায় পেয়েছেন। তিনি একাই লড়েছেন প্রায় ৫০০০ (পাঁচ) হাজার সিএইচ.সি.পির পক্ষে । যার আইনি লড়াইয়ে আজ হাজার হাজার বঞ্চিত ও অবহেলিত চাকুরীজীবি ফিরে পেয়েছে তাদের অধিকার। পরবর্তিতে উপজেলা টেকনিশিয়ান, নন এমপিও শিক্ষকদের এমপিও, সিএইচসিপি,একটি বাড়ি একটি খামার, উপজেলা উদ্যোক্তাসহ অসংখ্য বিচার প্রার্থীর পক্ষে মামলা পরিচালনা করেন এই আইনজীবী। এছাড়া হতদরিদ্রদের নাম মাত্র ফি নিয়ে আইন সহযোগিতা দিয়েছেন সব সময়। আজ বছরের শুরুতে, ১লা জানুয়ারী আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া স্যারের শুভ জম্মদিন। এই প্রতিবেদক কথা বলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া স্যারের সাথে। তিনি জানান মানবতার জন্য ও শেষ জীবন পর্যন্ত কাজ করে যেতে চান এই আদালতের আঙ্গিনায়। প্রতিটি জম্মদিন যেন বয়ে আসুক অনাবিল আনন্দ ও সুখময় জীবন। কর্ম হয়ে উঠুক মানবতার প্রতীক। ফুলে ফুলে ভরে উঠুক সম্মানিত কর্মস্থল সম্মানের সহিত। আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া স্যারের শুভ জম্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য মামলার ফলাফল পাওয়া বিচার প্রার্থী, সহকর্মী ও বন্ধু-বান্ধব ও আত্নীয়-স্বজন ।