বিশ্বনাথে বাউল শিল্পী কল্যাণ ট্রাস্টের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৮ ইং, ৭:০৫ অপরাহ্ণ | সংবাদটি ১৪৩৫ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ:: বিশ্বনাথে বাংলার বাউল শিল্পীদের কল্যাণে পাশে থাকার অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত ‘বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট’র উদ্বোধনী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার রাতে উপজেলার তেলিকোনা গাউছিয়া দরবার শরীফে এই সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাউল শিল্পী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান গীতিকার হাজী শাহ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সংগীতনুরাগী এমএ হামিদ ও বাউল শিল্পী মীর আজাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মখন মিয়া। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য, বিশিষ্ট আইনজীবি এডভোকেট মুজিবুর রহমান। বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন সিলেট জজ কোর্টের আইনজীবি এডভোকেট গিয়াসউদ্দিন আহমদ, বাউল ফকির আফসান উদ্দিন আহমদ, আন্তর্জাতিক বাউল শিল্পী বিরহী কালা মিয়া, ব্যবসায়ী বদরুল আলম বেলাল, ফকির সাইফুল জালালী, গীতিকার আলাউদ্দিন, ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব, গীতিকার ও বাউল শিল্পী মুক্তার আহমদ বকুল, ব্যবসায়ী ও বাউল শিল্পী সৈয়দ আহমদ, ডি ডি জাহাঙ্গীর। অনুষ্ঠানের প্রধান অতিথি বাউল শিল্পী কল্যাণ ট্রাস্টে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং প্রধান আলোচক জেলা পরিষদে থাকাকালিন সময়ে প্রতি বছর বাউল শিল্পী কল্যাণ ট্রাস্টে একলক্ষ টাকা অনুদান প্রদানের আশ্বাস দেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তিমূলক গান পরিবেশন করেন বাউল আফসান উদ্দিন আহমদ, বিরহী কালা মিয়া, পথিক রাজু, জুয়েল আহমদ, ভাসানী বারিক, আব্বাস, হেলন তালুকদার, মীর আজাদ, বিরহী আজিজ, পুতুল সরকার, আজম আলী, শাপলা, শামীমা জালালী।