বিশ্বনাথে ‘বাংলার বাউল’ ম্যাগাজিনের মোড়ক উম্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০১৮ ইং, ১১:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ১৭৩৯ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ:: মহান বিজয় দিবস উপলক্ষে বাউল শিল্পী কল্যাণ ট্রাষ্ট সিলেটের আয়োজনে ট্রাষ্টের মুখপত্র ” বাংলার বাউল” বিনোদন ম্যাগাজিন’র মোড়ক উম্মোচন ও বাউল শিল্পীদের মধ্যে শীত বস্ত্র বিতরন, সাংবাদিক, গীতিকার বৃন্দগনকে সম্মননা প্রদান অনুষ্টান আগামি কাল ১৭ ডিসেম্বর অনুষ্টিত হবে।
ট্রাষ্টের কার্যালয় ও ট্রাষ্টের প্রতিষ্টাতা ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর বাড়ীতে এ আয়োজন করা হয়েছে। অনুষ্টানের মধ্যে রয়েছে বাউল শিল্পীদের মধ্যে কম্বল বিতরন, গীতিকারদের মধ্যে ডায়রী বিতরন, সাংবাদিকদের মধ্যে সম্মাননা ও সম্মাননা প্রদান করা হবে। ১৭ ডিসেম্বর বাদ মাগরিব প্রথম অধিবেশন শুরু হবে বাদ এশা সাংস্কৃতিক অনুষ্টান শুরু হবে।
অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ কর্নেল (অব.) পীর আতাউর রহমান। উদ্ধোধক হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী দানবীর আশরাফুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি সিলেট জেলা পরিষদ সদস্য সিলেট জজ কোর্টের আইনজীবি মুজিবুর রহমান মুজিব এডভোকেট ও সিলেট জজ কোর্টের বিশিষ্ট আইন জীবি গীতিকার এমদাদুল হক এডভোকেট, এবং সিলেট জজ কোর্টের আইনজীবি বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক গিয়াসউদ্দিন আহমদ এডভোকেট, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমনসহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
সভায় সভাপতিত্ব করবেন বাউল শিল্পী কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান গীতিকার শাহ আনোয়ারুল ইসলাম চিশতী।অনুষ্টানে সাংবাদিক, গীতিকার,কবি, ছড়াকার, সংগীতনুরাগী উপস্থিত থাকতে আয়োজক কমিটি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।