ছাতকের সোনালী বাংলাবাজার পরিচালনা কমিটি গঠনের লক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২০ ইং, ৮:২৭ অপরাহ্ণ | সংবাদটি ১৩৮৫ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: ছাতক উপজেলার সোনালী বাংলাবাজারে পরিচালনা কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার বিকাল ২টায় বাজারের জেনারেল কমিটির সভাপতি এখলাছুর রহমানের সভাপতিত্বে ও সহ সভাপতি বেলাল আহমদ লাল মেম্বার ও আমিনুল ইসলাম ইলিয়াস মাস্টার ও প্রবীণ মুরুব্বি হাজী চান্দ আলী, আজাদ মিয়া সহ ও অনন্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে প্রার্থীতা ঘোষণা করা হয়। সভাপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন যুক্তরাজ্যে ইউরোপীয় কমিউনিটি নেতা আলহাজ্ব শফিক মিয়া, অপর সভাপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ, সহ-সভাপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন আকমল হোসেন মিটু, আবুল কালাম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন ইউপি সদস্য ইরন মিয়া, শানুর আলী, সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন গয়াছ মিয়া, জামাল উদ্দিন, ক্যাশিয়ার পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন আকদ্দুছ আলী,কমরু মিয়া।
এসময় হাফিজ আরব খান, আবুল কাশেম, নুরজ্জামান, কবির মিয়া, সমুজ মিয়া, ওয়ারিছ আলী, আব্দুর রহিম, আবদুর নুরসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।