কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় বিশ্বনাথে মাস্ক-সাবান ও লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২০ ইং, ৫:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ৫৮৬ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারথি দাশ পাপ্পু’র উদ্যোগে আজ রবিবার দিনব্যাপী বিশ্বনাথে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক সাবান ও লিফলেট বিতরণ।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল ছাত্রলীগের সহ-সম্পাদক মোজাহিদুল ইসলাম হিমেল, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজন মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সুজাদ আহমদ, নুরুল ইসলাম নাহিদ প্রমুখ।
করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক সাবান ও লিফলেট বিতরণকালে ছাত্রলীগ নেতা পাপ্পু বলেন, করোনা ভাইরাসে মোকাবেলায় আমাদের কে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। দেশরতœ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের পাশে আছেন। সকলের ঐক্যবদ্ধ সচেতনতায় এই সংক্রমণ প্রতিরোধ সম্ভব হবে।