ছাতকের সোনালী বাংলাবাজার নবগঠিত পরিচালনা কমিটির কাছে জেনারেল কমিটির দায়িত্ব হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২০ ইং, ১০:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১১৯৭ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের সোনালী বাংলাবাজার নবগঠিত পরিচালনা কমিটির কাছে জেনারেল কমিটির দায়িত্ব আজ বুধবার দুপুর ১২টায় বাজারের অস্থায়ী কার্যালয়ে অনুস্টিত হয়। কমিটির সাবেক সভাপতি এখলাছুর রহমানের ফয়েজের সভাপতিত্বে ও (আমিনুল ইসলাম) ইলিয়াস মাস্টারের পরিচালনায় বক্তব্য দেন নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শফিক মিয়া, সাধারণ সম্পাদক ইরন মিয়া মেম্বার, সহ সাধারণ সম্পাদক, জামাল উদ্দিন সহ সভাপতি, আবুল কালাম, কােষাধ্যক্ক্ষ কমরু মিয়া, চান্দ আলী, আং রুপ, সিরাজ উদ্দিন, সদস্য আশিক আলী, কছির আলী, কবির উদ্দিন, ফরিদ আলী, নুরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, সুরাব আলী, কুদ্দুছ আলী, আজিদ মিয়া, ওয়ারিছ আলী, আবুল কাশেম, জমির আলী, বাদশা মিয়া, আলাউদ্দিন, সোহাগ আহমদ চন্দন, আছাব উদ্দিন, আং কাদির, আবুল, এনাম প্রমুখ। অনুষ্ঠানে শেষে জাতীয় সংঙ্গীত পরিবেশন করে ২মিনিট দাড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির কাছে দায়িত্ব প্রদান করে জেনারেল কমিটির পক্ষ থেকে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। মিস্টি মুখ করানো হয়।