বিশ্বনাথে কঠোর অবস্থানে প্রশাসন
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২০ ইং, ৭:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ১৮৩৭ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: করোনাভাইরাস মোকাবেলায় প্রশাসনের কঠোর অবস্থানের কারণে সিলেটের বিশ্বনাথে রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসাপ্রতিষ্ঠান, জরুরি সেবাপ্রদানকারী দপ্তর ব্যতীত সকল সরকারি-বেসরকারি অফিস এবং যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাইরে বের না হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তায় পুলিশি টহল বজায় রয়েছে। দুজনের বেশি লোক একত্রিত হলেই পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারে ফেসবুক একাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে জানানো হয়, সবাই নিত্যপ্রয়োজনীয় দ্রব্য (মুদি দোকান), কৃষি উপকরণ, ফামের্সী এবং কাচা বাজার ব্যতীত অন্য সকল দোকান বন্ধ রাখবেন। রাস্তায় একান্ত প্রয়োজন ব্যতীত কোনো ব্যক্তি ঘোরাঘুরি করবেন না।
বিশ্বনাথে জনমাগম রোধ করতে পুলিশেরও টহল জোরদার করা হয়েছে বলে জানালেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা।
তিনি এ প্রতিবেদককে বলেন-আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনী ও সশস্ত্র বাহিনীর সমন্বিত কার্যক্রমেই আমরা এ পরিস্থিতিটা মোকাবেলা করার চেষ্টা করছি। থানা পুলিশ বিশেষভাবে টহল দেবে-যাতে জসমাগম না করার সরকারি নির্দেশটা কার্যকর হয় এবং এলাকায় ভয়ঙ্কর এই ভাইরাসটার সংক্রমণ না ঘটে।
তিনি বলেন, ইতিপূর্বে বিশ্বনাথ থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং করা হয়েছে, এই অবস্থায় কাউকে বাইরে অযথা ভিড় করতে দেখলে বাধ্যতামূলক ঘরে পাঠানো হবে, প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।