বিশ্বনাথে কর্মহীন পড়শীদের দুই তরুণের খাদ্য সহায়তা
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২০ ইং, ৬:১২ অপরাহ্ণ | সংবাদটি ৭৯৯ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: করোনা সংকটে সরকারি নির্দেশনা মেনে সিলেটের বিশ্বনাথ উপজেলার কর্মহীন হয়ে পড়া পরিবারে খাদ্য সহায়তা দিয়েছেন দুই তরুণ। উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রেদওয়ান করিম মাছুম ও স্থানীয় ‘ব্লুস্কাই ক্যাবল সার্ভিস’র সত্ত্বাধিকারী শেখ রুমেল আহমদ স্ব-উদ্যোগে নিজ গ্রামের অসহায় মানুষদের এ সহায়তা দেয়া হয়।
তারা গণমাধ্যম কর্মীদের জানান, সংকটে শ্রমজীবি মানুষের কথা চিন্তা করেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা সাধ্য মতো ঘরে ঘরে সহায়তা পৌছে দিচ্ছি। চেষ্টা করছি সচেতনতা বৃদ্ধির। অভাবী মানুষগুলো যেন খাবারের অভাবে কষ্টে না ভোগে, এজন্যে সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে আশপাশের কর্মহীন মানুষের পাশে দাড়ানো।
শনিবার সকালে দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের কর্মহীন পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল, পিয়াজ, আলু ও সাবান বিতরণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন-বিইউজে’র সভাপতি সাইফুল ইসলাম বেগ, হযরত শাহ জালাল (রহ:) যুব সংঘের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বেগ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম আহমদ, সদস্য হাবিব আহমদ রিজু, মো. মোজাহিদ হোসেন প্রমূখ।