বিশ্বনাথে দরিদ্রদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী নিয়ে হাজির ইউএনও
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২০ ইং, ১০:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৭০৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: করোনাভাইরাসের কারনে ঘরবন্দি হয়ে পড়া হতদরিদ্র ও দিনমজুর পরিবারের কাছে পৌছে দেয়া হচ্ছে সরকারি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। রবিবার দুপুর থেকে বিকেলে পর্যন্ত সিলেটের বিশ্বনাথের বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুজ্জামান দরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন। এতে হতদরিদ্র পরিবারগুলো খাদ্য সামগ্রী পেয়ে খুশি। তবে উপজেলার প্রতিটি হত-দরিদ্র পরিবার যেন সঠিকভাবে সরকারী ত্রাণ পায়, সে দাবি উপজেলার সচেতন মহলের।
স্থানীয় সূত্র জানায়, সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে বরাদ্ধকৃত উপজেলা প্রশাসনের পক্ষে দরিদ্র ও দিনমজুরদের ঘরে ঘরে উপস্থিত হয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। রবিবার উপজেলার বিভিন্নস্থানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃতে সরকারি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম ভূইয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুজ্জামান ডেইলি বিশ্বনাথ ডটকমকে জানান, সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে পাওয়া সরকারি বরাদ্ধ প্রাথমিক পর্যায়ে হতদরিদ্র ও দিনমজুর পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতররণ করা হচ্ছে। উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে দরিদ্র ও দিনমজুরদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। পর্যাক্রমে উপজেলার প্রতিটি হতদরিদ্র-দিনমজুর পরিবারের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ করা হবে বলে তিনি জানান।