বিশ্বনাথে নিজ হাতে ইউপি চেয়ারম্যানের জীবানুনাশক স্প্রে প্রয়োগ
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২০ ইং, ৮:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৭১৮ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিনের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন বাজার ও মসজিদে জীবানুনাশক স্প্রে প্রয়োগ। ইউপি চেয়ারম্যান নিজ হাতে রবিবার দুপুরে খাজাঞ্চী ইউনিয়নের স্টেশন বাজার, মুফতির বাজার, বাওয়ানপুর পয়েন্ট ছহিফাগঞ্জ বাজার, নয়াবন্দর বাজার, তালিবপুর পয়েন্ট, বন্ধুয়া পয়েন্ট জীবানুনাশক স্প্রে প্রয়োগ করা হয়।
এসময় ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন জনসাধারণকে জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি বা বাসার বাইরে না আসার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে বাজার থেকে দ্রুত বাড়িতে চলে যাওয়ার, করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনাগুলো মেনে চলার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান করেন।