কর্মহীনদের মধ্যে বিশ্বনাথ উপজেলা ও পৌর ছাত্রদলের খাদ্যসাগ্রমী বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২০ ইং, ৫:০২ অপরাহ্ণ | সংবাদটি ১০০৩ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলায় বিশ্বনাথ উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের উদ্যোগে উপজেলার বিভিন্নস্থানে কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক পৃথক স্থানে শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল নেতা শাহ আমির উদ্দিন, শেখ আলেক্স, এনামুল হক, তাজেক আহমদ, চুনু মিয়া, হোসাইন আহমদ প্রবেল, দুলাল আহমদ, হামিদ শিকদার, ওয়াসিম, দিলোয়ার হোসেন সজিব, ফখরুল বেগ, আজিজুল, শাহ নিজাম, আলম খান, আব্দুল কাইয়ুম, শিমুল, আব্দুস সালাম জুনেদ, খালেদুজ্জামান, আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, আবুল খয়ের, সাইদুল ইসলাম প্রমুখ।