বিশ্বনাথের কুখ্যাত ডাকাত’ গ্রেফতার : পাইপগান ও গুলি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২০ ইং, ১:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ১১৩৬ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: সিলেটের বিভিন্ন থানার একাধিক ডাকাতির মামলার আসামী (এরমধ্যে দুটি মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত) কুখ্যাত ডাকাত আবদুস শহীদকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার দশঘর ইউনিয়নের চাঁন্দভরাং (দক্ষিণপাড়া) গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত তহির আলীর ছেলে। গ্রেফতারের পর শহীদের দেয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘর থেকে একটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
বুধবার রাতেই তার বিরুদ্ধে থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল কবির বাদি হয়ে অস্ত্র আইনে মামলা (নং-৩, তারিখ-০২/০৪/২০ইং) দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা বলেন, দুটি ওয়ারেন্ট, অস্ত্র ও গুলি উদ্দারের মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে, পাশাপাশি আর কোনো ঘটনায় সে জড়িত আছে কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ।