বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী শফিক মিয়ার অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২০ ইং, ৯:১০ অপরাহ্ণ | সংবাদটি ৭৭০ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: -করোনা ভাইরাসের মহামারীর সংকটময় মূহুর্তে বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কর্মহীন, অসহায় ও দরিদ্র শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী দিয়েছেন দৌলতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল হাইয়ের ছোটভাই বিশিষ্ট সমাজ সেবক ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব শফিক মিয়া।
বৃহস্পতিবার সকালে শফিক মিয়ার পরিবারের নেতৃবৃন্দ ইউনিয়নের ১০টি গ্রামের কর্মহীন, অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের বাড়িতে বাড়িতে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউপির ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ইরন মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আশিক মিয়া, কুদ্দুস আলী, সুরঞ্জিত, নুরুল ইসলাম প্রমুখ।