বিশ্বনাথে সেচ্ছায় দোহাল গ্রাম লকডাইন
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২০ ইং, ৮:১০ অপরাহ্ণ | সংবাদটি ৮২৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সিলেটের বিশ্বনাথে একটি গ্রাম স্বেচ্ছায় লকডাউন করেছেন গ্রামবাসী। মঙ্গলবার (৭ মার্চ) বিকাল থেকে গ্রামটিকে লকডাউন ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামের কয়েকজন।
গ্রামের কয়েকজন জানান, করোনার সংকট মোকাবেলায় নিজেদের এবং অন্যদের সুরক্ষায় উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের লোকজন স্বেচ্ছায় গ্রামটিকে লকডাউন ঘোষণা করেছেন। গ্রামের সব প্রবেশদ্বারে বাঁশ দিয়ে প্রতিরোধ গড়ে তোলে প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন তারা। গ্রামবাসীর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে জানানো হয়়, জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হন। অন্য গ্রামের লোকজনকে অপ্রয়োজনে গ্রামে প্রবেশ না করার অনুরোধ জানিয়ে় হাতে লেখা নোটিশও টানানো হয়েছে।
এব্যাপারে দোহাল গ্রামের তরুণ সমাজ সেবক আতিক মিয়া বলেন, গ্রামের পঞ্চায়তের সিদ্ধান্ত মোতাবেক গ্রামটি লকডাউন করা হয়েছে। করোনার সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষায় গ্রামবাসীর সর্বসম্মতিক্রমে গতকাল মঙ্গলবার দুপুরে সিদ্ধান্ত হয় গ্রাম লকডাউনের করার। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার বিকাল থেকে লোকজন স্বেচ্ছায় গ্রামটি লকডাউন করে দিয়ে়ছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘আমি শুনেছি গ্রামবাসী স্বেচ্ছায় গ্রাম লকডাউন করেছেন। এটা খুব ভাল উদ্যোগ। প্রাণঘাতী করোনা প্রতিরোধে সবাইকে একান্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়ে ঘরে নিরাপদে থাকা উচিত।’