বিশ্বনাথে ফুটসাল ফুটবল টুর্নামেন্টে একতা স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২১ ইং, ৮:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ১১৮২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে আল-হেলাল স্পোটিং ক্লাব পুরানগাঁও আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ শনিবার (২৩ জানুয়ারি) পুরানগাঁও গ্রামের পূর্বের মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় আনহার স্পোটিং ক্লাব নোয়াগাঁকে ট্রাইব্রেকারে হারিয়ে একতা স্পোটিং ক্লাব ইলামেরগাঁও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে স্থানীয় মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
ক্রীড়ানুরাগী জয়নাল আবেদীন কদ্দুছের সভাপতিত্বে ও সোলেমান আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য কাউন্সিলার পদপ্রার্থী ও বিশিষ্ঠ ব্যবসায়ী মো. মনির মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য জামাল মিয়া, ফটো সাংবাদিক সফিকুল ইসলাম শফিক, ক্রীড়ানুরাগী শেখ মসাঈদ আলী, সিরাজ আলী, আব্দুল মালিক, নূরুল হোসেন, সম্ভাব্য কাউন্সিলার পদপ্রার্থী ইসলাম উদ্দিন, রফিক মিয়া, কিং জাকির।
এসময় উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী মিজান মিয়া, আব্দুল বাছিত, ইমন মিয়া, সিরাজুল ইসলাম, আব্দুস শহিদ, আজিজুল হক প্রমুখ। টুর্নামেন্টে ম্যাব অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রাজা মিয়া ও আনহার মিয়া।