বৃটেনে বিশ্বনাথে মেয়ে রাহিমা’র কৃতিত্ব
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২১ ইং, ১১:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১৫৩৮ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: বৃটেনে প্রতিবারের ন্যায় এবারও বিশ্বনাথের এ প্রজম্মের ব্রিটিশ বাংলাদেশী তরণ-তরনীরা উচ্চ শিক্ষায় আশানুরুপ সাফল্য অর্জন করে বিলাতের মাটিতে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছেন। গত ৯ সেপ্টেবর বৃহস্পতিবার উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতননগর (মোল্লা বাড়ি) গ্রামের আনোয়ার হোসেন সেবুলের মেয়ে ও কলমদর আলীর নাতনী রাহিমা হোসেন। বৃটেনের নর্ হামপটল শের ইউনির্ভাসিটি থেকে এল.এল.বি A গ্রেড এ উত্তীণ হয়। রাহিমা হোসেন ভবিষ্যৎ আরও উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী। সে তার এ সাফল্যের জন্য বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃজ্ঞতা জানিয়েছে। সে সকলের কাছে দোয়া প্রার্থী।