বিশ্বনাথ পৌর বিএনপি থেকে শহিদের পদত্যাগ
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২১ ইং, ৮:২১ অপরাহ্ণ | সংবাদটি ৪৪২ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যপদ ত্যাগ করেছেন আবদুস শহিদ। তিনি পৌরশহরের কারিকোনা গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে। মঙ্গলবার (৯ নভেম্বর) পৌর বিএনপির আহ্বায়কের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।
আবদুস শহিদ জানান, ‘আমি অতীতেও বিএনপির কোনো কমিটিতে ছিলাম না। কিন্তু দুঃখের বিষয় আমাকে না জানিয়ে মনগড়াভাবে কে বা কারা বিশ্বনাথ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদে আমার নাম তালিকাভুক্ত করেছেন। এমতাবস্থায় আমি ওই সদস্য পদ থেকে পদত্যাগ করছি।’