আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন লুনা
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২২ ইং, ৯:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৩৮১ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে গত শুক্রবার (১৫ এপ্রিল) মসজিদের ছাঁদ পরিস্কার করতে গিয়ে ছাঁদ থেকে পড়ে আহত হন উপজেলার লামাকাজি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আতাপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাস্টার রইছ উদ্দিন। আহত বিএনপি নেতাকে দেখতে শুক্রবার (২৩ এপ্রিল) সকালে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ছুটে যান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা। এসময় তিনি আহত বিএনপি নেতার পাশে কিছু সময় কাটান এবং তার চিকিৎসার খোজ খবর নেন।
এসময় তাঁর সঙ্গে ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম—সম্পাদক ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর একান্ত সচিব ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ—সভাপতি ডাক্তার মাহবুব আলী জহির, উপজেলা বিএনপির সহ—সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহিন মিয়া প্রমুখ।