ইলিয়াস আলীর পরিবার নিদারুণ কষ্টে আছে : মির্জা ফখরুল
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২২ ইং, ৮:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১৭৮ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :; গুম হওয়া ইলিয়াস আলীর পরিবার বর্তমানে অনেক বিপদে দিনযাপন করছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানে সরকারের কোনো চেষ্টা নেই।
আজ শনিবার দুপুরে ইলিয়াস আলীর বাসায় তাঁর পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় সিলেট জেলা সভাপতি কাইয়ুম চৌধুরী ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ইলিয়াস আলীর গুমের সঙ্গে সরকার জড়িত। ইলিয়াস আলীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নেওয়ার দৃশ্য মানুষ দেখেছে। যারা দেখেছেন তারাও গুম হয়েছেন, তার গাড়ির চালকও গুম হয়েছেন।
ইলিয়াস আলীর পরিবার অনেক বিপদে আছে মন্তব্য করে তিনি বলেন, তাঁর (ইলিয়াস আলী) ব্যাংক হিসাব চালাতে পারছেন না। তার গাড়িরও আয়কর তাঁরা দিতে পারছেন না। এই বিষয়গুলো তার পরিবারের কাছে একটা মর্মান্তিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মেয়ের ভর্তির ব্যাপারে অনেক সমস্যার মধ্যে তাদের পড়তে হয়েছে। সব কলেজে মেয়েকে ভর্তি করছিল না। এটা শুধু ইলিয়াস আলীর পরিবার নয়, গুম হওয়া সব পরিবারগুলো এমন নিদারুণ কষ্টের মধ্যে আছে।
মির্জা ফখরুল বলেন, ‘সম্প্রতি দুইজন ক্রসফায়ারে মারা গেছে। এটা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চার মাস পরে। যতক্ষণ পর্যন্ত সরকার ব্যবস্থা না নেবে ততক্ষণ এসব চলতেই থাকবে। সরকার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সবাইকে জবাবদিহিতার মধ্যে না আনলে এসব বন্ধ হবে না। ’
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে পররাষ্ট্রমন্ত্রীর ভারতের কাছে সহযোগিতা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার ও আওয়ামী লীগ একটা জাতীয় সমস্যা সমাধানের জন্য ভারতকে অনুরোধ করতে চায়। ভারতকে বলবে যে তাদেরকে দিয়ে এই সমস্যার সমাধান করাবে। বিষয়টা হচ্ছে যে এই সরকারের সেই মুখ নেই, তারা এটা নিয়ে মানুষের কাছে দাঁড়াতে পারছে না। অন্যদিকে তারা তো ক্ষমতায় জোর করে বসে আছে, ক্ষমতায় টিকে থাকার জন্য এইসব বাহিনীকে ব্যবহার করছে। এইভাবে ব্যবহার করার পরে তাদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেবে? যেহেতু সরকার গুম করে, খুন করে, নির্যাতন করে ক্ষমতায় টিকে আছে, তাদেরকে নিয়ে এসব অপকর্ম করছে, সে জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। তারা (সরকার) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জিম্মি হয়ে গেছে। ’দলীয় নেতাকর্মীদের গুমের বিষয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি।