শিগগিরই আসছে বিশ্বনাথ উপজেলা ও পৌর কৃষকদলের কমিটি
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২২ ইং, ১০:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ১৬২ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: সিলেটের বিশ্বনাথ উপজেলা কৃষকদলের নতুন পূণার্ঙ্গ কমিটি গঠন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। শিগগিরই আসছে বিশ্বনাথ উপজেলা—পৌর কৃষক দলের কমিটি—এমন খবরে নেতাকর্মীরা পদ—পদবি পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। দেশ—বিদেশে চলছে লবিং। সম্প্রতি বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে যাদের স্থান হয়নি, তারা এখন কৃষকদরের কমিটিতে স্থান পেতে জোর লবিং শুরু করেছেন।
এদিকে, উপজেলা ও পৌর কৃষক দলের কমিটিতে স্থান পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকেই। দলের বিরোধীতাকারী কাউকে নতুন কমিটিতে স্থান না দিতে এবং দলের গঠনতন্ত্র অনুযায়ী পদপ্রার্থী নেতাদের জীবনবৃত্তান্ত, দলীয় কর্মকাণ্ডে ভূমিকা, তৃণমূলে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে যাচাই—বাছাই করে এমন নেতাদের কমিটিতে দায়িত্ব দিতে জেলা কৃষক দলের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা ও পৌর কৃষক দলের পদপ্রার্থী ও তৃণমূল নেতাকর্মীরা।
সম্প্রতি কৃষক দলের কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে প্রাণচঞ্চলতা ফিরে এসেছে। কমিটিতে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। কারা আসছেন উপজেলা ও পৌর কৃষক দলের দায়িত্বে—এ নিয়ে দলের নেতাকর্মীর মধ্যে চলছে ব্যাপক আলাপ—আলোচনা। এবার নতুন কমিটি গঠন হলে উপজেলা ও পৌর কৃষক দল আরও চাঙা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা।
জেলা ও উপজেলা কৃষক দলের একাধিক সূত্র জানিয়েছে, খুব শিগগিরই উপজেলা ও পৌর কৃষক দলের কমিটি গঠন করা হবে। এতে কৃষক দলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান ও আগামীদিনের সকল আন্দোলনকে সামনে রেখে ঢেলে সাজানোর জন্য কৃষক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে দলের একাধিক নেতা জানিয়েছেন।
উপজেলায় দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে কৃষক দল। আহ্বায়ক কমিটির মেয়াদ ছিল ৩ মাস। কিন্তু প্রায় ১২ বছর পেরিয়ে যাওয়ার পরও সেই আহ্বায়ক কমিটি দিয়েই খুঁড়িয়ে চলছে বিশ্বনাথ উপজেলা কৃষক দল।
দলীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের শেষের দিকে বিশ্বনাথ উপজেলা কৃষক দলের ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আরশ আলী রেজাকে আহ্বায়ক করে গঠিত হয় ওই কমিটি। কমিটির মেয়াদ ছিল ৩ মাস। এ সময়ের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ৩ মাসের আহ্বায়ক কমিটি দিয়েই প্রায় ১২ বছর পার করে দেওয়া হয়েছে।
এব্যাপারে বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ বলেন, পৌর কৃষকদলের একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। খুবই শিগগিরই পৌর কৃষকদলের কমিটি ঘোষনা হতে পারে।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন বলেন, সিলেট জেলা কৃষক দল ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনার নির্দেশে উপজেলা ও পৌর কৃষক দলের কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল নেতাকমীর্র মতামতের ভিত্তিত্বে নতুন কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।