বিশ্বনাথের কারিকোনা গ্রামের প্রবীণ মুরব্বী রইছ আলীর দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২২ ইং, ৭:২১ অপরাহ্ণ | সংবাদটি ২২৪ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: বিশ্বনাথ উপজেলার পূর্ব কারিকোনা গ্রামের প্রবীণ মুরব্বী ও উপজেলা ছাত্রদল নেতা ইমরান আহমদ সুমনের পিতা রইছ আলী আর নেই। আজ রবিবার সকাল ১০টায় তিনি তার নিজ বাড়ি পূর্ব কারিকোনা গ্রামে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৬৫ বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যা, নাতি, নাতনিসহ বহু স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
আজ রবিবার বিকেল সাড়ে ৫টায় পূর্ব কারিকোনা শাহী ঈদগাহ মাঠে মরুহমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা ফয়জুর রহমান। মরহুমের জানাযার নামাজে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। মরহুমের জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।