বিশ্বনাথে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২২ ইং, ৯:২০ অপরাহ্ণ | সংবাদটি ৯৮ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল শনিবারও সরকারি, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনীতিবিদ, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। আরও অনেকেই ত্রাণ বিতরণ করার প্রস্তুতি নিচ্ছে।
পৃথক ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এলাকায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।
সরকারি ত্রাণ : বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে আড়াই শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ইউনিয়নের ক্ষতিগ্রস্থদের মধ্যে সরকারি চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে প্রত্যেকটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
উপজেলার অলংকারী ইউনিয়নের ছোট খুরমা গ্রামস্থ ‘খুরমা ইবতেদায়ী ও তাহ্ফিজুল কোরআন মাদ্রাসা’ প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিরা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফজ্জুল আলীর পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম আহমদ।
অনুষ্ঠানে এসময় উপস্থিত উপজেলার উপ—সহকারী কৃষি কর্মকর্তা যাদব আচার্য্য, অলংকারী ইউনিয়ন পরিষদের সচিব মনির উদ্দিন, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি লিয়াকত আলী, আওয়ামী লীগ নেতা মহি উদ্দিন রফিক আলী মেম্বার।
এদিকে, উপজেলার লামাকাজি ইউনিয়নের বিভিন্ন গ্রামে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, বিশ্বনাথ লামাকাজি ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমেদ, কাশেম মিয়া মেম্বার, ফরতাব পাল মেম্বার, জিসু আর্চায্য মেম্বার, সংগঠক সাইদুল ইসলাম, দবির মিয়া, সিজিল মিয়া, ফয়সাল আহমেদ, আব্দুল মতিন, শমর আলী, ইসাদ আলী প্রমুখ।
বিশ্বনাথ ছাত্রলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে বন্যা দূর্গত এলাকায় খাজাঞ্চি ইউনিয়ন ও লামাকাজী ইউনিয়নের বিভিন্ন গ্রামে দিন ব্যাপি ত্রান সামগ্রী বিতরণ করেছে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ। এসময় উপস্থিত ছিলেন ত্রান উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু, উপজেলা আওয়ামী লীগ নেতা জুয়েল আহমদ চেরাগ, যুবলীগ নেতা মুনসুর আহমদ, গোলাম মৌলা, সুহেল আহমদ, রুবেল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা ইকবাল আহমদ, নুরুল ইসলাম নাহিদ, রুবেল আহমদ, লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হোসারত আল মাহদি, লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগ নেতা সেবুল আহমদ, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাকির আহমদ, সুহেব আহমদ, বাবলু আহমদ, মাহবুব আলম, রুহুল আমিন, রকিব আহমদ, দুলাল আহমদ প্রমুখ।
সৌদিআরব বিএনপি নেতা : জাতীয়তাবাদী যুবদল সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের সহ—সভাপতি ফয়েজ আহমদ তালুকদারের উদ্যোগে গতকাল শনিবার বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বন্যার্ত অসহায় ৬০ পরিবারে মধ্যে স্থানীয় পনাউল্লা বাজারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ—সভাপতি ও অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, উপজেলা যুবদলের সদস্য সৌরভ আহমদ লাকি, সিলেট জেলা ছাত্রদলের সহ—সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইব আহমদ, বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, যুগ্ন আহবায়ক জাকির হোসেন, যুবদল নেতা দিলোয়ার হোসেন, তারেক আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেব আহমদ প্রমুখ।
অ্যাডভোকেট গিয়াস উদ্দিন : উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দূর্গতদের মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন। ইউনিয়নের ৯ ওয়ার্ডের জনসাধারণের মধ্যে বিতরণের জন্য তিনি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৭০০ প্যাকেট শুকনো খাবার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান—সদস্য ও সংরক্ষিত সদস্যদের কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, সহসভাপতি আবদুল মুহিত আমির, ইউপি সদস্য সফিক মিয়া, বখতিয়ার আহমদ, ফখরুল ইসলাম, পংকজ বিহারী দাস, রইসুল ইসলাম, আবদুল মতিন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ফুলমালা বেগম, যুবলীগ নেতা জামাল আহমদ, শানুর আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাব্বির আহমদ, শংকর বিহারী দাস, কৃষকলীগ নেতা ছবর আলী, এলাকার মুরব্বী রবাই মিয়া, মোয়াজ্জেম আহমদ, আলাউদ্দিন প্রমুখ।
সিলেট এইড ইউকে : সিলেট এইড ইউকের পক্ষ থেকে গতকাল শনিবার উপজেলার লামাকাজি ইউনিয়নের মিজার্রগাঁও ও খাজাঞ্চী ইউনিয়নের ৭, ৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের প্রায় ১৫০ পরিবারের মাঝে ত্রাণ দিয়েছেন সিলেট এইড ইউকের বাংলাদেশ প্রতিনিধিদল। ত্রাণ হিসেবে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার তৈল, ২ কেজি চিড়া, ১ মুড়ি, ১টা সাবান, ১ লবন, ১ প্যাকেট মোমবাতি, ১০টা খাবার স্যালাইন। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, সিলেট এইড ইউকের বাংলাদেশ প্রতিনিধি আবদুর রহমান খালেদ, সংগঠক আবদুর রব সরকার, আবদুল লতিফ, কয়েছ আহমদ সবুজ, ফাহিম আহমদ, দিলোয়ার হোসেন, রহিম আলী, আজাদ মিয়া, নাজিম আহমদ প্রমুখ।