বিশ্বনাথে বিএনপির ত্রাণ বিতরণ করবেন ইলিয়াসপত্নী লুনা
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২২ ইং, ১০:১১ অপরাহ্ণ | সংবাদটি ১৮৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ বিশ্বনাথ উপজেলায় বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করার সিন্ধান্ত নিয়েছে উপজেলা, পৌর বিএনপি ও সহযোগি সংগঠন। ত্রাণ বিতরণ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের এক জরুরী সভা দলীয় কাযার্লয়ে অনুষ্ঠিত হয়। শিগগিরই উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।
বিএনপির ও সহযোগি সংগঠনের একাধিক নেতা জানান, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ বিশ্বনাথ উপজেলায় বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ উদ্যোগ গ্রহন করেন আমাদের নেত্রী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা। নেত্রীর নিদের্শে উপজেলা, পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকমীর্রা ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন। আগামী দুই—একদিনের মধ্যে এলাকার বন্যার্তদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা। উপজেলায় সৃষ্টভাবে ত্রাণ বিতরণ করার সকল প্রস্তুতি গ্রহন করা হচ্ছে। প্রকৃত ক্ষতিগ্রস্থ লোকজনের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হবে বলে দলীয় নেতারা জানান।
এব্যাপারে পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ বলেন, তাহসিনা রুশদীর লুনা ম্যাডামের নিদের্শে বন্যায় ক্ষতিগ্রস্থ বিশ্বনাথ উপজেলায় বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ উদ্যোগ গ্রহন করা হয়েছে। খুব শিগগিরই এ ত্রাণ বিতরণ করা হবে।
উপজেলা বিএনপির সহ—সভাপতি গৌছ আলী বলেন, ত্রাণ বিতরণ উপলক্ষে আজ শুক্রবার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। দুই—একদিনের মধ্যে বিএনপির পক্ষ থেকে এলাকার বন্যার্তদের মাঝে তাহসিনা রুশদীর লুনা ম্যাডামের উপস্থিতিতে এ ত্রাণ বিতরণ করা হবে। এতে দলের সকল ইউনিটের নেতাকর্মীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।