বিশ্বনাথে বিএনপি নেতার শোকাহত পরিবারের পাশে ইলিয়াসপত্নী লুনা
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২২ ইং, ৭:০৪ অপরাহ্ণ | সংবাদটি ২৯৮ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :; বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা বলেছেন, বিএনপির নিবেদিতপ্রাণ নেতা ছিলেন রইছ উদ্দিন মাস্টার। তিনি ছিলেন একজন আদর্শবান মানুষ। তার শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়। তাকে অনুসরণ করে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করার জন্য দলীয় নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।
রবিবার (৮ মে) সকালে বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, লামাকাজি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রইছ উদ্দিন মাস্টারের শোকাহত পরিবারকে দেখতে গিয়ে দলীয় নেতাকর্মীর উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন, সিলেট জেলা, উপজেলা ও পৌর বিএনপির এবং সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।