বিশ্বনাথে বিএনপি নেতা রইছ উদ্দিনের দাফন সম্পন্ন, লুনার শোক
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২২ ইং, ৬:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ২৪৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ—সভাপতি, লামাকাজি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার গভিংবডির সাবেক সহ—সভাপতি, আতাপুর—হাজরাই জামে মসজিদের মোতাওয়ালী রইছ উদ্দিন মাস্টার আর নেই। শনিবার রাত পৌনে ১২টায় তিনি তার নিজ বাড়ি উপজেলার লামাকাজি ইউনিয়নের আতাপুর গ্রামে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৭৫ বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা, নাতি, নাতনিসহ বহু স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। আজ রবিবার বেলা আড়াইটায় সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার মাঠে মরুহমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযার নামাজে ইমামতি করেন হযরত মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী।
মরহুমের জানাযার পূর্বে সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমানের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ শফিকুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ডিন ড. মাওলানা রইছ উদ্দিন, মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল, বিশ্বনাথ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সহকারি অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মাওলানা মো. মুনির উদ্দিন, খেলাফত মজলিসের মহা—সচিব মাওলানা মুনতাছির আলী, রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একে.এম ছিফত আলী, গাজীপুর টঙ্গীর ওসি শাহ মো. হারুনুর রশীদ, সিলেট জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, সুফিনগর দাখিল মাদরাসার সহ—সুপার মাওলানা ছাদিকুর রহমান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি মো. জালাল উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খাজান্সী ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম সিদ্দিকী, তালুকদার মো. গিয়াস উদ্দিন, রামপাশা ইউপি সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, লামাকাজী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ—সভাপতি মো. গোলাম কিবরিয়া তালুকদার, লামাকাজী ইউপি সদসৗ এনামুল হক এনাম। জানাযার নামাজে বিশ্বনাথ উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে, বিএনপি নেতা রইছ উদ্দিন মাস্টারের মৃত্যুত্বে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
তিনি এক শোকবার্তায় বলেন, রইছ উদ্দিন মাস্টার ছিলেন বিএনপি’র এক নিবেদিত প্রাণ। যার শুন্যতা সহজে পুরণ হবেনা। তিনি মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া রইছ উদ্দিন মাস্টারের মৃত্যুত্বে শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ, রইছ উদ্দিন মাস্টার সম্প্রতি আতাপুর মসজিদের ছাঁদ পরিস্কার করতে গিয়ে ছাঁদ থেকে পড়ে গুরুতর আহত হন। কয়েকদিন সিলেট নগরীর প্রাইভেট হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন এবং চিকিৎসকের পরার্মশে শুক্রবার তিনি নিজ বাড়িতে চলে আসেন। শনিববার রাতে তিনি নিজ বাড়িতে মৃত্যবরণ করেছেন।