বিশ্বনাথে ৮ ইউনিয়ন যুবদলের কমিটি যেকোনো দিন ঘোষনা
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২২ ইং, ৭:৪১ অপরাহ্ণ | সংবাদটি ১৯৮ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: দীর্ঘদিন পর বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়ন যুবদলের পূনার্ঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় শেষ। যেকোনো দিন ঘোষনা হতে পারে ইউনিয়ন যুবদলের কমিটি এমটাই জানিয়েছে দলের একাধিক নেতাকমীর্। নতুন কমিটি গঠনের এমন আভাস পেয়ে ৮ ইউপি যুবদলের নেতারা নেতৃত্ব পেতে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি উপজেলা পর্যায়ে বিএনপি ও যুবদলের শীর্ষ নেতাদের কাছেও নিজেদের অবস্থার তুলে ধরতে সচেষ্ট সম্ভাব্য প্রার্থীরা।
সূত্র জানিয়েছে, যেকোনো দিন ঘোষনা হতে পারে উপজেলার লামাকাজি, খাজাঞ্চী, অলংকারি, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস ও দশঘর ইউনিয়ন যুবদলের কমিটি। ফলে প্রতিটি ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা মনে করছেন শিগগিরই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। এতে ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে। তবে নতুন কমিটি নিয়ে আলোচনার বিষয় কারা আসছেন নেতৃত্বে। তবে এবার নতুন কমিটি গঠন হলে উপজেলার প্রতিটি ইউনিয়ন যুবদল আরও চাঙ্গা হবে বলে তৃনমূল নেতাকর্মীরা জানান।
জানাগেছে, সম্প্রতি উপজেলা প্রতিটি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে কয়েকটি ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কমীর্ সম্মেলন শেষে আট ইউনিয়ন যুবদলের একটি খসড়া তালিকা তৈরি করা হয়। আর সেই তালিকা থেকে ত্যাগী নেতাকমীর্দের মূল্যায়ন করে প্রতিটি ইউনিয়ন যুবদল কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় শেষ। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার গ্রীণ সিগ্যানাল পেলেই কমিটি ঘোষনা করা হবে বলে উপজেলা পযার্য়ের যুবদলের দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, জেলা যুবদল ও তাহসিনা রুশদীর লুনার নিদের্শে উপজেলার আটটি ইউনিয়ন যুবদলের কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় এক মাস পূর্ব থেকে শুরু হয়। উপজেলার যুবদলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন যুবদলের সঙ্গে যোগযোগ করে কমিটি গঠনের নিদের্শ দেয়া হয়। এরই ধারাবাহিকতায় উপজেলার আট ইউনিয়নে উপজেলা যুবদলের দায়িত্বপ্রাপ্তরা নেতারা কমীর্ সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়া শুরু করেন।
এদিকে, ইউনিয়ন যুবদলের কমিটিতে স্থান পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকেই। দলের বিরোধীতাকারী কাউকে নতুন কমিটিতে স্থান না দিতে এবং যুবদলের গঠনতন্ত্র অনুযায়ী পদপ্রার্থী নেতাদের জীবনবৃত্তান্ত, দলীয় কর্মকাণ্ডে ভূমিকা, তৃণমূলে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে যাচাই—বাছাই করে এমন নেতাদের কমিটিতে দায়িত্ব দিতে উপজেলা যুবদলের প্রতি আহ্বান জানিয়েছেন ইউনিয়ন যুবদলের তৃণমূল নেতাকর্মীরা। আট ইউনিয়ন যুবদলের কমিটি আসছে শুনে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচঞ্চলতা ফিরে এসেছে। কমিটিতে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। কারা আসছেন ইউনিয়ন যুবদলের দায়িত্বে—এ নিয়ে ইউনিয়ন যুবদল নেতাকর্মীর মধ্যে চলছে ব্যাপক আলাপ—আলোচনা। এবার উপজেলা প্রতিটি ইউনিয়নে যুবদলের নতুন কমিটি গঠন হলে যুবদল আরও চাঙা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা।
যুবদলের একাধিক সূত্র জানিয়েছে, খুব শিগগিরই উপজেলার আট ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হবে। এতে যুবদল নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান ও আগামীদিনের সকল আন্দোলনকে সামনে রেখে ঢেলে সাজানোর জন্য ইউনিয়ন যুবদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে দলের একাধিক নেতা জানিয়েছেন।
উপজেলার আটটি ইউনিয়ন যুবদলের কমিটি গঠনের টিমের দায়িত্বপ্রাপ্ত উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম—আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম—আহবায়ক মুসলিম আলী, আব্দুল লতিফ, গবিন্দ মালাকার বলেন, জেলা যুবদল ও আমাদের নেত্রী তাহসিনা রুশদীর লুনার নির্দেশে উপজেলার আটটি ইউনিয়ন যুবদলের কমীর্ সম্মেলন করা হয়। তৃণমূল নেতাকমীর্র মতামতের ভিত্তিত্বে উপজেলার আটটি ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষনা করা হবে।