বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের কার্যনির্বাহী কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২২ ইং, ৭:০০ অপরাহ্ণ | সংবাদটি ৯০ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ,যুক্তরাজ্য:: বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের কার্যনির্বাহী কমিটির এক সভা গত ২৩মে সোমবার ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।
সংস্থার সভাপতি আব্দুল ওয়াহিদ আলমগীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আকবর জুয়েলের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন সংস্থার কার্যনির্বাহী সদস্য মোঃ মাশুক মারুফ।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি বদরুল আহমদ,ট্রেজারার এস এম রফিক,কার্যনির্বাহী সদস্য ফয়জুল ইসলাম জালাল,সেবুল মিয়া,মোঃ রুহেল মিয়া,আব্দুল হামিদ খান সুমেদ,মোহাম্মদ আবদাল,কাওছার আহমদ,শেখ হারুন রশিদ,বেলাল আহমদ,আবু তাহের,আহমদ নুরুল পাশা,আব্দুল কাইয়ুম,মোঃনেছার মিয়া,শেখ আমিনুর রশিদ মামুন ও মোঃ আব্দুস শুকুর প্রমুখ।
সংস্থার সভাপতির স্বাগত বক্তব্য ও ট্রেজারারের রিপোট পেশ করার পর সংস্থার অগ্রগতি বিষয়ের উপর উম্মুক্ত ভাবে গুরত্বপূর্ণ আলোচনা শেষে সংস্থার সদস্য সংগ্রহ কার্যক্রম এবং আগামী অগাস্ট-সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে সংস্থার দ্বিবার্ষিক সাধারণ সভার মাধ্যমে নতুন কমিঠি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।