বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট : ওসমানীনগরকে হারিয়ে ফাইনালে বিশ্বনাথ
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২২ ইং, ৬:২৬ অপরাহ্ণ | সংবাদটি ৪৯৩ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :; সিলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টে ২য় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্ধি ওসমানীনগর উপজেলাকে ট্রাইব্রেকারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো বিশ্বনাথ উপজেলা। বুধবার (৮ জুন) সিলেটের আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সের মাছিমপুরে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ওই মাঠে শিরোপার লড়াইয়ে গোয়াইনঘাট উপজেলার মুখোমুখি হবে টুর্ণামেন্টের দুইবারের চ্যাম্পিয়ান ও গতবারের রানার্স-আপ বিশ্বনাথ (অনূর্ধ্ব-১৭) দল।
বুধবার টুর্ণামেন্টের ২য় সেমিফাইনাল ম্যাচের প্রথমার্দ্ধের দুই মিনিটে দূর্দান্ত এক গোলে এগিয়ে যায় বিশ্বনাথের বালকরা। এরপর পেলান্টিতে গোল শোধ করে ওসমানীনগরের বালকরা। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা হলে পরে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে জয়লাভ করে বিশ্বনাথের বালকরা।
খেলায় বিশ্বনাথ দলের টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, কোচের দায়িত্ব পালন করেন ফুটবলার আলমগীর হোসেন। দলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী।