বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন নব-গঠিত যুবদলের আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২২ ইং, ৭:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ২৩২ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন নব-গঠিত যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। আজ বুধবার বিকেলে খাজাঞ্চী রেল স্টোশন এলাকা থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল পূর্বে সংক্ষিপ্ত সভা দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নব-গঠিত খাজাঞ্চী ইউনিয়ন যুবদলের সভাপতি সৈয়দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ গিয়াস উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বাশার মোঃ ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার।
সভায় বক্তারা বলেন, বর্তমান স্বৈরাচার সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলেপতন ঘটিয়ে এ দেশে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়িত হবে ইনশাল্লাহ।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী সরকারের গুম নামের কারাগারে বন্ধি রয়েছেন। আন্দোলন সংগ্রামের মাধ্যমে সিলেটের কোটি মানুষের নেতা ইলিয়াস আলীকে ফিরিয়ে আনতে হবে। আগামী দিনে সরকর পতনের সকল আন্দোলনে যুবদলের নেতাকর্মী উপস্থিত থাকার আহবান জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদ আহমেদ মেম্বার,উপজেলা বিএনপি নেতা আফতাব আলী, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শওকত আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মুসলিম আলী, যুগ্ম-আহবায়ক আব্দুল লতিফ, নাজিম উদ্দিন, আব্দুল হান্নান, বাবুল আহমেদ, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, রুমেল আলী, আফিজ আলী, আশিকুর রহমান, বাবুল আহমদ সুমন, তাজেক আলী, বিশ্বনাথ ইউনিয়ন যুবদলের সভাপতি কয়েছ মিয়া, সেচ্চাসেবক দল নেতা নজরুল ইসলাম, শ্রমিক দল নেতা মাসুক মিয়া, কৃষকদল নেতা সাঈদ মিয়া, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিক খান, জমির উদ্দিন, লায়েক আহমদ, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, রুহেল মিয়া, জুয়েল আহমদ,আনোয়ার আলী, আব্দুল ওয়াহিদ, আব্দুল কুদ্দুস, ইকরাম হুসেন, সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হুসেন, তেরাব আলী, হেলাল আহমদ, কবির আহমদ, প্রচার সম্পাদক ফয়সাল আহমদ, দপ্তর সম্পাদক ওয়াছির আলী,ক্রিড়া সম্পাদক হেলাল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক গৌছ মিয়া, সহ ধর্ম বিষয়ক সম্পাদক শামীম আহমদ, সদস্য ফজর আলী, জুবায়ের আহমদ, কুতুব উদ্দিন, আহাদ উদ্দিন, ওয়াছির আলী, সেলিম আহমদ, দবির মিয়া,আবদুল কাইয়ুম প্রমুখ।