বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত আ.লীগ নেতার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২২ ইং, ৬:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১৭১ বার পঠিত
নিজস্ব সংবাাদদাতা:: সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ নেতা শেখ মো. গয়াছ উদ্দিন (৬২) মৃত্যুবরণ করেছে। তিনি প্রতিপক্ষের হামলায় আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে মারা যান। হামলার ঘটনায় নিহত শেখ গয়াছ উদ্দিনের ছেলে মাজেদ আহমদ (২২) বাদী হয়ে প্রতিপক্ষের ২০ জনকে অভিযুক্ত করে গত বৃহস্পতিবার বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। নিহত গয়াছ উদ্দিন উপজেলার দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও স্থানীয় বরুনী গ্রামের মৃত শেখ ইছকন্দর আলীর ছেলে।
জানা গেছে, বরুণী গ্রামের ঈদগাহের উন্নয়ন কাজসহ গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে বরুণী গ্রামের মৃত জমির আলী উরফে জমরুশের ছেলে মাসুক মিয়া লোকজনের সঙ্গে বিরোধ চলে আসছিল শেখ গয়াছ উদ্দিন লোকজনের। আর ওই পূর্ব বিরোধের জের ধরে গত শনিবার দিবাগত রাত ১০ টার দিকে স্থানীয় পীরেরবাজার থেকে বাড়িতে পাওয়ার পথে প্রতিপক্ষের লোকজনদের হামলায় আহত হন শেখ গয়াছ উদ্দিন। এসময় স্থানীয় লোকজন তাকে গুরুত্বর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টায় তিনি মারা যান।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, অভিযুক্তদেরকে গ্রেপ্তার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।