বিশ্বনাথে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২২ ইং, ৯:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৩০৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে পিকআপভ্যান ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৪২) নামের এক পথচারী মৃত্যু হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোয়ারা বাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের তাহিদ আলীর ছেলে। এতে আরও ১০জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে বিশ্বনাথ-রশিদপুর সড়কের রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে সিলেট শহর থেকে ছেড়ে আসা বিশ্বনাথগামী যাত্রীবাহি বাস উপজেলা পৌর শহরের রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এতে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মোহাম্মদ আলী নামের একজনকে মৃত্যু ঘোষনা করেন।
বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, এঘটনায় একজনের মৃত্যু হয়েছে।