বিশ্বনাথ ডেভেলপমেন্ট সোশ্যাল ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা-কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২২ ইং, ৮:০২ অপরাহ্ণ | সংবাদটি ২৬৮ বার পঠিত

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আজিজুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন সভার সভাপতি মাহফুজুর রহমান রিপন। সভায় বিগত দিনের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া এবং ট্রাস্টের আর্থিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ শাহ সিরাজুল ইসলাম। সভা শেষ পর্যায়ে ট্রাস্টি মরহুম আলহাজ্ব ফিরোজ খান (পংকি) এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়|
সভায় সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদক ও ট্রেজারের আর্থিক রিপোর্ট অনুমোদন দিয়ে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।
মাহফুজুর রহমান রিপনকে সভাপতি, জিয়াউল হক জিয়াকে পুনরায় সাধারণ সম্পাদক ও পুনরায় শাহ সিরাজুল ইসলামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি অনুমোদন করেন উপস্থিত ট্রাস্টিবৃন্দ এবং পূর্ণাঙ্গ কমিটি পরবর্তী কিছুদিনের মধ্যে করা হবে বলে সবাই মতামত পোষণ করেন |