বিশ্বনাথে হযরত ওমর ফারুক রা. একাডেমির ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২ ইং, ৮:১২ অপরাহ্ণ | সংবাদটি ২৮৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে সবার আগে শিক্ষা স্মার্ট হতে হবে। আমাদের সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। ছেলে মেয়েদের বিশ্বের মধ্যে সবদিক দিয়ে আধুনিক হতে হবে। তাহলেই আমরা একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এ ক্ষেত্রে বর্তমান সরকার নিরন্তর চেষ্টা করে যাচ্ছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্বনাথে হযরত ওমর ফারুক রা. একাডেমির বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় এডভোকেট নাসির উদ্দিন জেলা পরিষদের পক্ষ থেকে স্কুলের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নুর এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. সেজুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র মো. মুহিবুর রহমান, সিলেট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সাবেক সিলেট জেলা শিক্ষা অফিসার গোলজার আহমদ খান, বিশিষ্ট চিকিৎসক ডা: শিবলী খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ইমরান আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তণ সদস্য ইমাদ উদ্দিন, বর্তমান সদস্য রফিকুল ইসলাম জোবায়ের, কাজী জামাল উদ্দিন, আবদুল আহাদ, চ্যানেল এস প্রতিনিধি জাহাঙ্গির আলম খায়ের, ফটো সাংবাদিক নূর উদ্দিন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্য বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র মুহিবুর রহমান বলেন, ওমর ফারুক রা. একাডেমি বিশ^নাথের মধ্যে অন্যতম সেরা হাইস্কুল। প্রতি বছর স্কুলটির ফলাফলও ভালো হয়। তিনি স্কুলের অগ্রযাত্রায় পৌরসভার পক্ষ থেকে ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন তিনি।
অ্যাডভোকেট নিজাম উদ্দিন বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মেধা মননে যথাযথ বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ও মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত হোমওয়ার্ক দিয়ে তা আদায়ের পাশাপাশি মানসম্মতভাবে পাঠদান করতে হবে। খেয়াল রাখতে হবে মানসম্মত শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব না।
ফলাফল ঘোষণা করেন একাডেমির প্রধান শিক্ষক এইচ এম আক্তার ফারুক। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মর্তুজা আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র তাহমিদুল হক।
অনুষ্ঠানে এবারের বার্ষিক পরীক্ষায় উর্ত্তীণ ২১ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এডভোকেট নাসির উদ্দিন খান সহ অন্যান্য অতিথিবৃন্দ।