বিশ্বনাথে পৌর এলাকার শাহজিরগাঁও গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান আজ
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৩ ইং, ৪:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৪২৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের শাহজিরগাঁও গ্রামে শেখ নেছার আহমদ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শেখ মামুন উল্লাহ ফুটবল একাডেমীর উদ্যোগে আজ শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শাহজিরগাঁও শেখ নেছার আহমদ ফুটবল গ্রাউন্ডে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশ করবেন জনপ্রিয় শিল্পী পাগল হাসান, তসিবা, জারা খান মুন্নি ও আইডল ইমন।
অনুষ্ঠানটি সফলের জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন শেখ নেছার আহমদ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রফিক আলী ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন।