বিশ্বনাথে বাসিয়া নদী দখল উচ্ছেদ নিয়ে পৌর মেয়র মুহিবুর রহমানের সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩ ইং, ৬:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ১৭৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে বাসিয়া নদীর তীরে অবৈধ দখল উচ্ছেদ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিশ্বনাথ নব-নির্বাচিত পৌর মেয়র মুহিবুর রহমান। (১৫ জানুয়ারী) রবিবার দুপুরে তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে পৌর মেয়র মুহিবুর রহমান বলেন, বিশ্বনাথের প্রাণ ঐতিহ্যবাহী বাসিয়া নদীকে ভূমি খেকোদের কবল হতে রক্ষা করতে হবে। নদীটি সিলেটের সুরমা নদীর কাটা গাঙ্গ এর মাসুকগঞ্জ নামক স্থান থেকে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মধ্য দিয়ে বিশ্বনাথ পৌরসভা সদর হয়ে দক্ষিণ পশ্চিম দিকে উপজেলার দেওকলস ইউনিয়নের শেষে দক্ষিণ পশ্চিমে নয়া বন্দর জায়গা খাল (ওসমানীনগর উপজেলা) খননের ফলে বরাক বিলে পরে সেখান থেকে আলুখাল হয়ে কাতিয়া গ্রাম হয়ে পাইলগাওঁ বাজারের পূর্ব দিকে (জগন্নাথপুর উপজেলা) কুশিয়ারা নদীর স্বাধীন বাজার নামক স্থানে বিভিন্ন নাম ধারণ করে কালনী নদীর মিলিত হয়েছে।
লিখিত বক্তব্য তিনি আরও বলেন, আজ থেকে ৩৫ বছর পূর্বেও এই নদী দিয়ে লঞ্চ চলাচল করত। কিন্তু গত ৩৫ বছরে নদীর উভয় তীর ভূমি খেকোদের জবরদখলের কারণে এবং সর্বোপরি সুরমা নদীর মিলনস্থলে মাসুক বাজার প্রতিষ্টিত হয়ে বাসিয়া মুখ পর্যন্ত বন্ধ কওে দেওয়া হয়েছে। ফলে নদী তার নাব্যতা হারিয়েছে। জলাবদ্ধতার কারণে আবর্জনা স্তুপ জমে রোগ জীবানুর সৃষ্টি হচ্ছে। পর্যাপ্ত পানির অভাবে ফসলী জমি চাষাবাদের অনুপযোগী হয়ে গেছে। জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ না করা হলে নদীর উভয় তীর আেইনি ভাবে যেভাবে দখল হচ্ছে একসময় পুরো নদীর জবরদখল হয়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে নদী ও খাল দখল উচ্ছেদে সোচ্চার রয়েছেন। প্রধানমন্ত্রীর গোচরে আনলে নদীটি দখলমুক্ত করা ও নাব্যতা ফিরিয়ে আনা সম্ভব। এবিষয়ে পররাষ্ট্র মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। জাতীয় সংসদে উপস্থাপনের জন্য স্থানীয় সিলেট-২ ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য বরাবরে আবেদন করেছি। এজন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।