ওসমানীনগরের বিএনপির কালো পতাকা মিছিল
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৪ ইং, ৯:৩৪ পূর্বাহ্ণ | সংবাদটি ২৯৭ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: কেন্দ্রেীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সিলেটের ওসমানীনগরের বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় তাজপুর এলাকায় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর উপজেলা বিএনপি সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক ইসলাম উদ্দীনের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন ও মিছিলে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল জমির, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক, উমরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী সাহেদ, গোয়ালা বাজার ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাহাব উদ্দীন সুহেল, উমরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিকী, গোয়ালা বাজার ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক লোকমান আহমদ, সাংগঠনিক সম্পাদক শিবলু খান, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক নুরুল ইসলাম রেজন, জাকির হোসেন বদরুল, উপজেলা যুবদল নেতা সঞ্জিত ব্যানার্জি, গোয়ালা বাজার ইউপি যুবদলের সভাপতি শামীম আহমদ শাহিন, সাদীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, গোয়ালা বাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খালেদ হোসেন, সাদীপুর ইউপি যুবদলের সহ-সভাপতি সিজুল মিয়া, যুবদল নেতা সোহেল আহমদ, রাজু মিয়া তালুকদার, তাজপুর ইউপি যুবদলের সহ-সাধারন সম্পাদক রাজন আহমদ রুপন, গোয়ালা বাজার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়েছ আহমদ, তাজপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক জুনেদ মিয়া,সাদীপুর ইউপি যুবদলের সহ-প্রচার সম্পাদক শেফুল আহমদ, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক জুনাঈদ আহমদ, স্বেচ্ছাসেবকদল নেতা জিয়া উদ্দীন, জগলু আহমদ, ফরিদ আহমদ, উপজেলা ছাত্রদল নেতা নাদিম হোসেন দিপু, সোয়েব খান, মিটু আহমদ পাবেল, ফজলে রাব্বি প্রমুখ।