নিখোঁজ আনসার আলীর মায়ের স্বরণে বিশ্বনাথ সেচ্ছাসেবকদলের দোয়ামাহফিল
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৪ ইং, ২:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ২৩২ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ব্যক্তিগত গাড়ি চালক নিখোঁজ আনসার আলীর মাতা মরহুমা নূরজাহান বেগমের স্বরণে বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবকদলের উদ্যোগে দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব মরহুমার নিজ বাড়ি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গুমরাগুল গ্রামে এ দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে, খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ও ৫নং ওয়ার্ড বিএনপি বর্তমান সাংগঠনিক সম্পাদক মরহুম সোনাই মিয়ার মত্যুত্বে তার রুহের মাগফেরাত কামনায় শুক্রবার দোয়া মাহফিল ও কবর জিয়ারত করা হয়।
পৃথক দোয়ামাহফিলে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান, উপজেলা বিএনপি সহ ক্রীড়া বিষয় সম্পাদক কাওছার আহমদ তুলাই, সৌদি আরব মাছনা বিএনপির সাবেক সভাপতি আরফান আলী, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশিকুর রহমান রানা, বিএনপি নেতা হাজী তেরা মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আবু সৈয়দ, ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক সফিক মিয়া, কয়ছর মিয়, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুক মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব গোলাম আকবর, সেচ্ছাসেবকদল নেতা নিজাম উদ্দিন, হারিছ উল্ল্যা, আসকির আলী, দিলোয়ার হোসেন। দোয়া পরিচালনা করেন গুমরাগুল জামে মসজিদের ইমাম ও খতিব।