বিশ্বনাথে পাবেল সামাদের পিতার মৃত্যুত্বে তাহসিনা রুশদীর শোক
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৪ ইং, ১১:৪৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৬১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাবেল সামাদ ও দশঘর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক সাহেল সামাদের পিতা, চান্দভরাং গ্রামের প্রবীণ মুরব্বী হাজী আনোয়ার হোসেন ওরপে আগুর মিয়ার মৃত্যুত্বে শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর।
তিনি (আজ সোমবার) সকাল সাড়ে ১১টায় গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় বলেছেন, চান্দভরাং গ্রামের প্রবীণ মুরব্বী ছিলেন আনোয়ার হোসেন (আগুর মিয়া)। তিনি নিজ এলাকায় মানুষের কল্যাণে কাজ করেছিলেন। তাঁর শূণ্যতা কখনও পূরণ হওয়ার নয়। তাহসিনা রুশদীর মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।