বিশ্বনাথে পিএফজির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৪ ইং, ২:০১ অপরাহ্ণ | সংবাদটি ৪২৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্বনাথ পিএফজি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেভাবে সারা দেশের বিভিন্ন অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে যেভাবে শীতবস্ত্র বিতরণ করছেন, তেমনিভাবে শীত নিবারণের জন্য কাজ করছে, সক্রিয় সকল বৈধ রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে গঠিত বিশ্বনাথ পিএফজি।
সোমবার (২৯ জানুয়ারী) সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) বিশ্বনাথের আয়োজনে ও পিএফজি সদস্য ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের সহযোগীতায় অর্ধশত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। পৌর শহরের মডেল প্রেসক্লাবে শীর্তাত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হেলাল আহমদ, পিএফজি সদস্য ও পৌর আওয়ামী লীগের নেতা জামাল উদ্দিন, পিএফজি সদস্য ও গনফোরাম কেন্দ্রীয় নির্বাহী সদস্য তরিকুল ইসলাম, পিএফজি সদস্য ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সিলেট জেলা সদস্য হোসাহিন আহমদ শাহীন, সংগঠক আব্দুল হক, পিএফজি সমন্ময়ক সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, ব্যবসায়ী শাহীন মিয়া, উপজেলা যুবলীগ নেতা সিজিল আহমদ প্রমুখ।