বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে প্রবাসী দাদুভাই ছইল মিয়ার মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৪ ইং, ৮:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ২৩২ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি’ যুক্তরাজ্য প্রবাসী ছইল মিয়া।
শনিবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিশ্বনাথ প্রেসক্লাবের কার্যক্রমের উন্নতির লক্ষ্যে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন। বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ জামাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রবাসী ছইল মিয়া, আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অধ্যক্ষ রেন্টু আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাবেক কোষাধ্যক্ষ শহিদুর রহমান, মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, আহমদ আলী হিরন, প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান রুহিন প্রমুখ নেতৃবৃন্দ।