আন্তর্জাতিব মাতৃভাষা দিবসে বিশ্বনাথ প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ইং, ৬:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ১৭৩ বার পঠিত
সংবাদদাতা::মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বিশ্বনাথ প্রেসক্লাব।
বুধবার রাত ১টা ১মিনিটে বিশ্বনাথ কেন্দ্রীয় স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পন করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিশ্বনাথ প্রেসক্লাব।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।