বিশ্বনাথ বিএনপির সভাপতি-সম্পাদকের নিঃর্শত মুক্তির দাবি জানিয়েছেন তাহসিনা রুশদীর
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৪ ইং, ৮:১০ অপরাহ্ণ | সংবাদটি ৪০৯ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার নিঃর্শত মুক্তির দাবি জানিয়েছেন। রবিবার (২৪ মার্চ) রাতে এক বিবৃতিতে তিনি দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, সরকার বেসামাল হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অন্যায় ও বেআইনিভাবে গ্রেপ্তার করছে এবং একের পর এক মিথ্যা মামলা দিয়ে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার পায়তারা করে আসছে। এভাবে মামলা ও গ্রেপ্তার করে অতীতে কোন স্বৈরাচারী সরকার ক্ষমতায় ঠিকে থাকতে পারে নি, অবৈধ শেখ হাসিনার সরকারও ঠিকে থাকতে পারবে না।
তিনি বিবৃতিত্বে আরও বলেন, রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীদের মামলায় জড়ানো হয়েছে। কারাগারে আটক সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তিনি। পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সিলেটের কোটি মানুষের নেতা এম. ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানান। সরকারকে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী মনোভাব পরিহার করে গণতন্ত্রের পথে ফিরে আসার আহবান তাহসিনা রুশদীর।