বিশ্বনাথ বিএনপির সভাপতি ও সম্পাদকের জামিন না মঞ্জুর : কারাগারে প্রেরণ,বিএনপির নিন্দা
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৪ ইং, ১০:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ২৫২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও সম্পাদক লিলু মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একিউএম নাসির উদ্দিন মামলার ২২ আসামির মধ্যে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে বাকিদের জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী খালেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনের মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন তারা। (বৃহস্পতিবার) জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন মামলার ২২ আসামি। এর মধ্যে ২০ জনের জামিন মঞ্জুর করলেও গৌছ আলী ও লিলু মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।’
এদিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়াকে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
নিন্দাকারীরা হলেন–বিশ্বনাথ উপজেলা বিএনপি’র উপজেলা বিএনপির সহ-সভাপতি আলতাব হোসেন, নূর উদ্দিন, যুগ্ম-সম্পাদক মোনায়েম খান, সিরাজুল ইসলাম সিরাজ, জামাল আহমদ, মোহাম্মদ কাওছার খান, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন মেম্বার, তালুকদার গিয়াস উদ্দিন, তারেক আহমদ খজির, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গবিন্দমালাকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামসুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মুসলিম আলী, আবদুল লতিফ, নাজিম উদ্দিন, তামভীর হোসেন মেম্বার, বাবুল মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির, যুগ্ম-আহবায়ক শাহজাহান, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরণ মিয়া মেম্বার, সদস্য সচিব সুমন মিয়া, পৌর কৃষক দলের আহ্বায়ক মোঃ নুর আলী, সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল হক এনাম, সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান মাহবুব, তাজ উদ্দিন আহমদ কিনু,নুরুজ্জামান জামান, পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক তসলিম উদ্দিন, আরশ আলী, আব্দুল গনি, সুজন মিয়া, আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল রেজা, সদস্য সচিব জাকির হোসেন।