চেয়ারম্যান প্রার্থী চেরাগ আলীর ‘ঘোড়া’ প্রতীকের কার্যালয় উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৪ ইং, ৮:১২ অপরাহ্ণ | সংবাদটি ৭৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের ‘চেয়ারম্যান’ প্রার্থী পৌর আওমীলীগের সিনিয়র সদস্য ও যুক্তরাজ্য ডরসেট আওয়ামী লীগের সভাপতি আব্দুর রুসন চেরাগ আলীর ‘ঘোড়া’ প্রতীকের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ার বাজারে ‘ঘোড়া’ প্রতীকের কার্যালয়ের উদ্বোধন করেন চেয়ারম্যান প্রার্থী আব্দুর রুসন চেরাগ আলী। দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তৈমুছ আলীর সভাপতিত্বে ও দশঘর ইউনিয়ন যুবলীগ নেতা হামিন আহমেদ’র পরিচালনায় অনুষ্ঠিত কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ প্রার্থী আব্দুর রুসন চেরাগ আলী
এসময় উপস্থিত ছিলেন, আবদাল মিয়া, রাজু আহমদ, অমিত মালাকার, আনছার আলী,মামুন আহমদ, ইমন মিয়া, সোহাগ আহমদ, প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মিয়ার বাজার মসজিদের ইমাম মাওলানা নুরুজ্জামান।