বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান হিসেবে সুহেল চৌধুরী শপথ নেবেন কাল
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৪ ইং, ১১:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ১৮৫ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচন গত ৮ মে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বিএনপির ঘরণার সুহেল আহমদ চৌধুরী (বিএনপির বৃহিস্কৃত) দ্বিতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সোমবার সকাল সাড়ে ১১টায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তিনি ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আগামীকাল সোমবার দ্বিতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিতে যাচ্ছেন সুহেল আহমদ চৌধুরী। এমন খবরে তার নেতাকর্মী-সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাশ বিরাজ করছে। উপজেলা চেয়ারম্যানের সঙ্গে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ গ্রহন করবেন।
এদিকে, উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠান উপলক্ষে সোমবার বেলা ২টায় উপজেলাবাসীর সঙ্গে সুহেল আহমদ চৌধুরীর মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। পৌর এলাকার ওরম ফারুক (রঃ) একাডেমীর মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে উপজেলার সকল শ্রেনী পেশার জন সাধারণকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন নব-নির্বাচিত চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। এ মতবিনিময় সভা সফলের লক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ধারনা করা হচ্ছে এ সভায় হাজার হাজার লোকের সমাগম ঘটবে।
প্রসঙ্গত, গত ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশ্বনাথ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী। তিনি কাপ পিরিচ প্রতীকে নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আগামীকাল সোমবার শপথ গ্রহনের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং বিশ্বনাথ উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উপজেলার মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজের আমানত ভোট দিয়ে আমাকে জয়ী করেছেন। আমি অতীতে যেভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনো তাই করব। এই জয় আমার একার নয়, এই জয় বিশ্বনাথ উপজেলাবাসীর। এ জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই। শপথ গ্রহন অনুষ্ঠানে শেষে উপজেলার বাসীর সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে সকলের উপস্থিত থাকার আহবান জানান তিনি।