বিশ্বনাথে বন্যার্তদের মধ্যে আব্দুন নূর ফাউন্ডেশনের চাল বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৪ ইং, ৭:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৬০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, বঞ্চিত অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আব্দুন নূর ফাউন্ডেশন। ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে অসহায় মানুষেরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন ওই ফাউন্ডেশন থেকে। এমন সংগঠন বিশ্বনাথে আরো দরকার। সংগঠনের দায়িত্বশীলরা খেঁটে খাওয়া মানুষজনকে খোঁজে বের করে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেই যাচ্ছে ফাউন্ডেশনটি। নি:সন্ধেহে তারা প্রসংসার দাবিদার। তিনি বলেন, পানিবন্ধী মানুষের খোঁজ খবর নিয়ে তারা পাশে থাকার চেষ্ঠা অব্যাহত রেখেছেন। বিগত দিনের মত আজকেও তারা পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছেন, মানুষ মানুষের জন্য। তিনি বুধবার (২৬ জুন) উপজেলার দেওকলস ইউনিয়নের পেড়–রগাঁও গ্রামের আবুল হোসেন তালুকদারের বাড়ীতে আব্দুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চাল বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আব্দুন নূর ফাউন্ডেশনের সদস্য সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠক আব্দুস সালামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিশ্বনাথ উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি কলমদর আলী, ইউপি সদস্য আঙ্গুর আলী, শামীম আহমদ, সংগঠক আব্দুল মালিক সুমন, সাহেব আলী, খায়রুল ইসলাম, বাদশা মিয়া, বাবুল আহমদ, আকবর আলী। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পেড়–রগাঁও, কালিগঞ্জবাজার, ৫ ও ৬নং ওয়ার্ডের বন্যার্ত ১৫০টি পরিবারের সদস্যদের মধ্যে চাল বিতরণ করেন অতিথিবৃন্দ।