কানাডায় সাংবাদিক জামাল উদ্দিন সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৪ ইং, ৬:৪২ অপরাহ্ণ | সংবাদটি ৫২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সংক্ষিপ্ত সফরে কানাডায় আগমন উপলক্ষে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক কাজী মুহাম্মাদ জামাল উদ্দিনকে গ্রেটার লামাকাজী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কানাডার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৯ জুন রবিবার সন্ধ্যায় টরোন্টোর ডেনফোর্থ ইসলামিক সেন্টারের হলরুমে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মামুন হোসাইনের সভাপতিত্বে ও মোসাদ্দিক হোসাইনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক কাজী মুহাম্মাদ জামাল উদ্দিন।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত নুবেল আহমদ। শুভেচছা বক্তব্য রাখেন গ্রেটার লামাকাজী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কানাডার সদস্য আব্দুল মুবিন, ইখতেখার হোসাইন, সালেহ আহমদ, ফয়জুর রাহমান ও জুয়েল আহমদ।
এসময় এসোসিয়েশনের সদস্য জাকারিয়া খান, আরিফ আলী, আব্দুল মসব্বির, গোলাম হোসাইন রাজু, বাবুল আহমদসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।