ব্রিটিশ পার্লামেন্টে আবারো এমপি হলেন বিশ্বনাথের রুশনারা আলী
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৪ ইং, ৭:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথের পল্লী গাঁয়ের মেয়ে রুশনারা আলী ৫ম বারের মত ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন। তিনি প্রতিদ্বন্ধি প্রার্থীকে ১ হাজার ৬ শত ৮৯টি ভোটের ব্যবধানে হারিয়ে যুক্তরাজ্যের লন্ডন সিটির বেথনাল গ্রীন এন্ড ষ্টেপনী আসন থেকে বিজয়ী হয়েছেন। লেবার পার্টির রুশনারা আলী পেয়েছেন ১৫,৮৯৬টি ভোট এবং নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী আজমল মসরুর পেয়েছেন ১৪,২০৭টি ভোট। রুশনারা আলী ২০১০ সালের ৬ মে ব্রিটিশ পার্লামেন্টে ১ম বাঙালী এমপি হয়ে ইতিহাস রচনা করেছিলেন। রুশনারা আলী সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকি গ্রামে বাসিন্দা।
রুশনারা আলী বৃটিশ পার্লামেন্টে ৫ম বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় তাঁর জন্মমাটি বিশ্বনাথের সর্বত্র আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুশনারা আলীকে অভিনন্দন জানাচ্ছেন তাঁর শুভাকাংকিরা।
এ ব্যাপারে রুশনারা আলীর মামা লামাকাজি ইউনিয়র পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, রুশনারা আলীকে নিয়ে আমরা গর্ব করি। রুশনারা আলী বারবার বিজয়ী হয়ে দেশ-বিদেশে বিশ্বনাথ উপজেলার মুখ উজ্জল করেছেন। রুশনারা আলী আলোকিত করেছেন আমাদের উপজেলাকে। তাঁর এমন বিজয়ে আমরা গর্বিত।