বিশ্বনাথে প্রতিষ্ঠাবার্ষিকী ও ইলিয়াস আলীর সন্ধান কামনায় স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৪ ইং, ১১:১৭ অপরাহ্ণ | সংবাদটি ৮৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগস্ট) বিকেলে পৌর শহরের নতুন বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত পথসভা স্থলে এসে শেষ হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ কাওছার খানের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজামান, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তসলিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন আহমদ কিনু, সাঈদ আহমদ, আব্দুল মোমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরশ আলী, আব্দুল গণি, বিলাল আহমদ।
এসময় মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলেন লামাকাজী ইউনিয়নের আহবায়ক আবুল কালাম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, খাজাঞ্চী ইউনিয়নের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব গোলাম আকবর, অলংকারী ইউনিয়নের আহবায়ক আতিকুর রহমান আতিক, সদস্য সচিব নূর আলী, রামপাশা ইউনিয়নের আহবায়ক রাজন খান, দৌলতপুর ইউনিয়নের আহবায়ক শের আলী, বিশ্বনাথ ইউনিয়নের আহবায়ক সামুল আলী, সদস্য সচিব মিলাদ আহমদ, দেওকলস ইউনিয়নের সদস্য সচিব সাধন চন্দ্র, দশঘর ইউনিয়নের আহবায়ক আব্দুল হক, সদস্য সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ রুপন মিয়া, শাহ সনি, শাহাব উদ্দিন, ফিরোজ আলী, এমরান আহমদ, ইসলাম উদ্দিন, মহসিন আহমদ, লিয়াকত আলী, আব্দুল আজিজ, জাহেদ মিয়া, সাহেদ মিয়া, আলী মিয়া, শিপন আলী, দিলোয়ার হোসেন, মুকিদ মিয়া, শেখ সামাদ, কলিম উদ্দিন, শরিফ আহমদ, নিজাম উদ্দিন, এমরান আহমদ, আব্দুল কাইয়ুম, হোসাইন আহমদ, সেলিম আহমদ, শাহরিয়ার আলম, এনাম আহমদ, কয়েস মিয়া, কামরান আহমদ, রমজান আলী, হুশিয়ার আলী, রুপাই মিয়া, সাজু মিয়া, সাইফুল ইসলাম, আজাদ আহমদ, বাবুল আহমদ, সেবুল আহমদ, আনসার আলী, চন্দন মিয়া, জুয়েল আহমদ, আব্দুস সালাম, এরশাদ আলী, সামাদ মিয়া, খোকন মিয়া, ফয়ছল আহমদ, আবুল হাসান, সালেহ আহমদ মহসিন, সাকিব আহমদ, সুহেল আহমদ ডেনি, জয়নাল আহমদ, জাহেদ আহমদ, আব্দুল আজিজ, ইসলাম উদ্দিন, নাঈম আহমদ, রুহুল আমিন, ইমন সিরাজ, আশরাফুল ইসলাম, মালিক উদ্দিন প্রমুখ’সহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।