শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বিশ্বনাথে র্যালী
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪ ইং, ৭:০১ অপরাহ্ণ | সংবাদটি ৫৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: যথাযোগ্য মর্যাদায় সিলেটের বিশ্বনাথে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি পালন করা হয়েছে। জন্মাষ্টমী তিথি উপলক্ষ্যে সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। পৌর এলাকার পুরাণ বাজারস্থ শ্রীশ্রী শনি মন্দিরের সামন থেকে র্যালীটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেব ও সাধারণ সম্পাদক চন্দন দেব’র নেতৃত্বে অনুষ্ঠিত র্যালীতে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সাবেক সহ সভাপতি রুপক কুমার দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক কাজল মালাকার, প্রচার সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দূর্গা পূজা পরিচালনা কমিটির সভাপতি বিজয় দে, সাধারণ সম্পাদক কালু রঞ্জন দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দশঘর ইউনিয়নের সাধারণ সম্পাদক নন্দ লাল বৈদ্য, দেওকলস ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়ন্ত বৈদ্য, অলংকারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রানা সরকার, পূজা উদযাপন পরিষদের অলংকারী ইউনিয়নের সভাপতি বিজিত সরকার, সাধারণ সম্পাদক প্রভাত সরকার, দৌলতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন কর, বিশ্বনাথ ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন দেব, দেওকলস ইউনিয়নের সাধারণ সম্পাদক রঞ্জু মালাকার, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ প্রবীর দে, সহ প্রচার সম্পাদক বিভু দেব রাজ, সহ সাংস্কৃতিক সম্পাদক নগেশ সরকার, উপজেলা যুব ঐক্য পরিষদের সহ সভাপতি বিজয় চন্দ্র দে, সাধারণ সম্পাদক সুমিত্র ধর মিশু, যুগ্ম সম্পাদক মিল্টন দাশ, সাংগঠনিক সম্পাদক শাওন দাশ, সংগঠক সুধাংশু বৈদ্য, তপন চক্রবর্তী, অকিল পাল, নিত্যানন্দ দাশ নিতাই, বেনু লাল দে, অলক তালুকদার, সমিরণ দাশ, নীলকান্ত পাল, প্রনবীর পাল নিলু, বিজন সরকার, অজিত পাল, অকিল বৈদ্য, নিরঞ্জন মণি বিশ্বাস, রানা সরকার, অজিত দেব, সুজিত দেব, লিটন দে, শিপন দাশ, উত্তম কুমার দেব, বিধান বৈদ্য, মিল্টন দাশ, বিমল দেবনাথ, মদন রায়, স্বসদর বৈদ্য ময়না, অসিত দাশ, কাজল দেব, নির্মল দেব, কিল্টন দেব, মনজিত সরকার, নুনু মালাকার, সিতু মালাকার, নির্মল বৈদ্য, রবি সরকার, রানু বিশ্বাস, সাজু বৈদ্য, সুবীর দে, সুমন দাশ, রিকু চন্দ্র, নিপেশ চন্দ্র, অজিত চন্দ্র, মিথুন বৈদ্য, রাজু সরকার, নয়ন বিশ্বাস, চয়ন দে, রণি দাশ, শিপন সরকার, জয় দে, বাবলা বৈদ্য, শিমুল মালাকার, পিংকু দেব, জীবন পাল, বিভাস দেব, রণি সূত্রধর, জয় পাল, গৌতম দেব, গৌরব দেব, নিতাই দেব, মিন্টু পাল, প্রশান্ত সরকার, নয়ন সরকার প্রমুখ নেতৃবৃন্দ।